IQNA

ভিডিও | মোস্তাফা ইসমাইলের স্মরণীয় তিলাওয়াত

0:06 - December 06, 2020
সংবাদ: 2611922
তেহরান (ইকনা): কুরআন তিলাওয়াত করে অনেক ক্বারিই বিশ্বে ইসলাম প্রিয় মুসলমানদের হৃদয়ে বিশেষ স্থান দখল করেছেন। মিশরের অনেক ক্বারিই এরমধ্যে শীর্ষ স্থানে রয়েছেন। ঠিক তেমনই এক বরেণ্য ক্বারি মোস্তাফা ইসমাইল।

মিশরের প্রসিদ্ধ এই ক্বারি ১৯০৫ সালের ১৭ই জুনে জন্মগ্রহণ করেন। বিশ্বখ্যাত এই ক্বারি “আকবারুল ক্বুরা” হিসেবে পরিচিত। বর্তমান বিশ্বের অনেক ক্বারিই মোস্তাফা ইসমাইলের কুরআন তিলাওয়াত অনুকরণ ও অনুসরণ করেন। তিনি ১৯৭৮ সালে ২৬শে ডিসেম্বরে ইন্তেকাল করেন।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের কুরআন ও মাআরেফ টিভি চ্যানেলে ইসলামী বিশ্বের বিশিষ্ট ক্বারি মোস্তাফা ইসরাইলের সুললিত কণ্ঠে সূরা আল-ইমরাইনের তিলাওয়াতের ভিডিও প্রকাশ করেছে।

দুর্লভ এই ভিডিওটি “ইকনা” দর্শনার্থীদের জন্য প্রচার করা হল:

iqna

 

captcha